রাকিব হোসেন,ঢাকাঃ শেষ দিনের আগে দিনে জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পা ফেলানোর ফুসরত নেই, ছিল না তিল ধারণের ঠাঁইও। পরিস্থিতি এমন ছিল যে গেট দিয়ে প্রবেশ করতে ও বের হতে রীতিমত ঘাম ঝরেছে আগত দর্শনার্থীদের
চলতি মাসের ৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলা আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) শেষ হবে। ছুটির দিন হওয়ায় আজ দুপুর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।
মেলার শেষদিনে বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। তিনি বিকেলে মেলায় আসেন এবং মেলা ঘুরে ঘুরে দেখেনে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ ধরনের মেলার আয়োজনের ফলে এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের মেলবন্ধন তৈরি হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.