বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি পদে অ্যাডভোকেট আলহাজ্ব মো. সালাহউদ্দিন হাওলাদারকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসাথে অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে নিয়োগ পেয়েছেন লালমোহনের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।
তিনি ছাড়াও আরও ৩ জন অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে নিয়োগ পেয়েছেন। তারা হলেন- অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট মুহাম্মদ ফিরোজ কিবরিয়া এবং অ্যাডভোকেট মো. ইলিয়াস।
সোমবার (১৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ্ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পদে ৫ জন, চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও সহকারী সরকারি কৌঁসুলি পদে ৩ জন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে ১ জন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ২ জন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে ৫ জন, সহকারী পাবলিক প্রসিকিউটর ৬ জন, চরফ্যাশন চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ১ জন এবং মনপুরা চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান দক্ষতার সাথে অর্ধযুগেরও বেশি সময় ধরে ভোলা জেলা জজ কোর্টে দক্ষতার সাথে সাধারণ মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন। ভোলা জেলা আইনজীবী সমিতির ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। লালমোহন উপজেলার এই কৃতি সন্তান অতিরিক্ত সরকারি কৌসুলি পদের এমন গুরুত্ব দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে অসংখ্য নিপীড়িত মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.