লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে ফারহান নামের ১ বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোবাবার সকাল সাড়ে ৯টায় লালমোহন পৌরসভার ওয়েষ্টার্ণ পাড়া ৮নং ওয়ার্ডের শাহজাহান মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে । শিশু ফারহান একই বাড়ির সৌদি প্রবাসী সামসুদ্দিনের ছেলে।
নিহত শিশু ফারহানের ফুফু আখি জানায়, রোববার সকালের দিকে ফারহান অন্য শিশুদের সাথে বাড়ীর উঠানে খেলছিল এবং তার মা লাকি একই স্থানে বসে কাথাঁ সেলাই করছিল। হঠাৎ ফারহানকে দেখতে না পেয়ে খোজাঁখুজি করে পাশের বাড়ীর পুকুরে ভাসতে দেখে চিৎকার দিয়ে ওঠে লাকি। এসময় ফারহানকে পানি থেকে উঠিয়ে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.