বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে পঞ্চগড়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের স্মৃতি বিজড়িত অভিজ্ঞতা এবং ত্যাগের কথা তুলে ধরেন। একইসঙ্গে সরকারি ও বেসরকারি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজি টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.