আসাদুজ্জামান সনেট,কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ থানা বারোবাজার ৯ নং ইউনিয়নে বারোবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সকাল ১০ ঘটিকায় বড়বাজারের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করে। এবং দোকানদার ও জনসাধারণের সঙ্গে কিভাবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে লিফলেট বিতরণ ও মৌখিক আলোচনা করে বারোবাজারের যে সকল ময়লা আবর্জনা হয় সেইসব ময়লা আবর্জনা ডাস্টবিনে রাখার জন্য পরামর্শ দেয়া হয় সকল দোকানদারদের।এছাড়া কিভাবে বারোবাজারকে সুন্দর ও মাদকমুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় হয়। এবং আরো বলে সকলের প্রতি আবেদন, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অন্তত একটি হলেও ডাস্টবিন স্থাপন করুন এবং আমাদের “বারবাজার স্টুডেন্টস এ্যাসোসিয়েশন” কর্তৃক স্থাপিত ডাস্টবিন ব্যবহার করবেন। সমাজ সংস্কারে অংশ নিন ও অন্যকে উৎসাহিত করুন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024