বিশেষ প্রতিনিধিঃ আধুনিক শিক্ষা, দক্ষ নাগরিক ও সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনের গজারিয়া বাজারে গজারিয়া ইসলামিক মডেল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে গজারিয়া ইসলামিক মডেল একাডেমিক এর আয়োজনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।
অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে ও গজারিয়া ইসলামিক মডেল একাডেমির পরিচালক ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, ওলামা মাশায়েখ বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার সভাপতি নূর মুহাম্মদ হেলালী, সরকারি শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক (বাংলা বিভাগ) মো. মোস্তফা কামাল, গজারিয়ায় গার্লস স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মো. আঃ জলিল, পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম চর উমেদ ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান ফোরকান প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা তরুণ প্রভাষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. নূর উদ্দিন, গজারিয়া ইসলামিক মডেল একাডেমিক এর পরিচালক মো. শাহজাদা আহমেদসহ অত্র একাডেমির ছাত্র -ছাত্রী ও অভিভাবকবৃন্দ।