রাজশাহী পুঠিয়া প্রতিনিধিঃ (৩০ নভেম্বর) শনিবার বিকালে দুর্গাপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড মাঠে,হাজার হাজার বিএনপি’র নেতাকর্মীর বৃন্দ সাবেক সংসদ সদস্য (রাজশাহী ৫) পুঠিয়া দুর্গাপুর এডভোকেট নাদিম মোস্তফার আত্মার মাগফেরাত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এ্যাড নুরুন্নাহার পারুল
বিশেষ অতিথি,জুলফার নাঈম মোস্তফা,ও ফারিন মোস্তফা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন, কামরুজ্জামান আয়নাল
আরও উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলার আনোয়ার হোসেন উজ্জল। দর্গাপুর উপজেলার আশরাফুল কবির বুলু,রফিকুজ্জামান,রবিউল ইসলাম রবিন,আঃ আজিজ মন্ডল,আকবর হোসেন বাবলু,রেজাউল করিম।পুঠিয়ার নেতাদের মধ্যে ছিলেন মুনসুর রহমান, বাবুল মিয়া,নেফাউর রহমান সুমন,রাকিব চেয়ারম্যান।
অনুষ্ঠান শেষে,নাদিম মোস্তফার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়,ও তবারক বিতরণ করা হয়।