বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার লোহারবন্দর এলাকার স্কুল পাড়ার একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম ভরত চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার কালুপাড়া পিটানীগাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, ভরত চন্দ্র গতকাল সোমবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। মঙ্গলবার সকাল বেলা কায়ছারুল নামে এক ব্যক্তি আম বাগানে লাশ পরে থাকতে দেখতে পান। খবর পেয়ে বেলা সাড়ে ১০ টায় লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ভরত চন্দ্রকে অন্য কোন জায়গায় হত্যা করে পরে এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভরত চন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.