মো: নুরনবী,ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মো. আল আমীন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে যান ছিনতাইকারীরা।
গতকাল (০৪ ডিসেম্বর ২০২৪) রাত ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নায়েব বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।
এসময় আল আমীন আহত অবস্থায় দৌড়ে দুলাল ডাক্তারের বাড়ীতে গিয়ে উঠে। পরে তাকে রক্তাক্ত অবস্হায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আল আমীন ওই এলাকার মো. মনিরের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় এখনও আল আমীনের পক্ষে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
জানা যায়- গতকাল রাতে দোকান বন্ধ করে প্রায় ৩ লক্ষ টাকা ও বিকাশ মোবাইল নিয়ে বাসায় রওয়ানা দেন বিকাশ ও মুদি ব্যবসায়ী মো. আল আমীন।
এসময় আল আমীন নায়েব বাড়ীর দরজা বরাবর গেলে ছিনতাইকারীরা মুখ বাঁধা অবস্থায় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আল আমীনের মাথায় কোপ দেয়, আল-আমীনের হাতে থাকা ব্যাগ ও মোবাইল টানাহেঁচড়ার করে নিয়ে যায়। আল আমীন জীবন বাঁচানোর জন্য দৌড়ে দুলাল ডাক্তারের বাড়ীতে গিয়ে উঠেন, রক্তাক্ত অবস্থায় আল আমীনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এই ঘটনায় আল আমীনের জ্ঞান এখনো ফিরে নাই।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন- এখনও কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ ফেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা বলেন – দীর্ঘদিন ধরে এলাকায় উল্লেখিত ঘটনা ঘটেই যাচ্ছে, কে বা কারা এইগুলো করছে জানিনা, গতকাল রাতে আল আমীন নামে একজনকে রাতে আঁধারে কুপিয়ে জখম করে চলে যায়, একই রাতে মোরশেদ নামে এক কৃষকের একটি গরু চুরি করে নিয়ে যায়। প্রশাসনের তৎপরতা না থাকায় এই ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.