বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে কবরস্থান নির্মানের জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৮নং ওয়ার্ডের সাবেক কমিশানার আমজাদ হোসেন আলম এর উদ্যোগে তার বাড়ির দরজায় অরাজনৈতিক জনকল্যানমূলক সকলের উদ্যোগে একটি কবরস্থান নির্মানের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন বাজারের ব্যবসায়ী ও ওই এলাকার বাসিন্ধা মো. শাহীন কুতুবের সঞ্চলনায় এবং সাবেক কমিশানার আমজাদ হোসেন আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন, মাওলানা আব্দুল হক, নুরমোহাম্মদ মাস্টার, রাজ্জাক হাওলাদার, হাফেজ জাকির হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তরা বলেন, ৮নং ওয়ার্ডে সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনকল্যাণমূলক সকলের জন্য একটি কবরস্থান নির্মাণ করা হবে। যেখানে সকল মুসলমানের জন্য দল মত নির্বিশেষে দাফনের ব্যবস্থা করা যাবে। থাকবে না কোনো ধণী গরীবের ব্যবধান এবং থাকবে না কোনা রাজনৈতিক ভেদাভেদ।সভায় ওই ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কবরস্থান পরিচালনা করার জন্য ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.