রাকিব হোসেন,ঢাকাঃ তিন দিন ব্যাপী ধানমন্ডি আবাসন মেলা ২০২৪ শুরু হয়েছে। মেলা চলবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর। মেলায় রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। বুকিং দিলেই থাকছে নানান গিফট সামগ্রী। সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চালু থাকবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি রাইফেল স্কয়ার এর সীমান্ত স্কয়ারে এই মেলার উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব রায়হান কাউসার। মেলার আয়োজনে রয়েছেন বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ।
মেলায় এ আর এসেট লিঃ, ইম্পায়ার গ্রুপ, সাদিক রিয়াল এস্টেট এন্ড ডেভেলপারস লিঃ, সানসেট কুয়াকাটা হোটেল এন্ড রিসোর্ট লিঃ, শীতলক্ষ্যা গ্রিন হাউজিং লিঃ, এইচ আর গ্রুপ, ইউনিভার্স গ্রুপ, নর্থ সাউথ গ্রুপ, ভাইয়া হোটেলস এন্ড রিসোর্ট লিঃ এর মত নামি-দামি কোম্পানি গুলো অংশ গ্রহণ করেছেন।
এ সময় ইসলাম শেখ বলেন, গত তিন বছর ধরে, প্রতি বছরেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অনেক বড় বড় কোম্পানি অংশ গ্রহণ করেছেন। সবাই বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গিকার নিয়ে মেলায় এসেছেন। বিনিয়োগ কারীরা নিশ্চিন্তে তাদের বিনিয়োগ এখানে করতে পারবে। স্বল্প আয়ের মানুষদের জন্য এখানে রয়েছে প্লট, ফ্ল্যাট ও হোটেলের মালিক হওয়ার সুযোগ। এ ছাড়াও মাসিক কিস্তি পরিশোধ করার মাধ্যমেও মালিক হওয়ার সুযোগ থাকছে। বুকিং দিলেই মিলবে নানান ধরনের পুরস্কার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.