জাকির হোসেন সুমন,ইউরোপ ব্যাুরো প্রধানঃ শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য , বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ইতালির জেনোভা শহরে সংক্ষিপ্ত সফরে আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান ইতালিস্থ জেনোভায় বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা ।
স্থানীয় একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল বেপারী ও যুবদলের সভাপতি সজীব শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনোভা বিএনপি সভাপতি আবু কালাম ফরাজি । অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি'র সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালী, হালিম খান, জামাল কবির, জাকির হোসেন গনি, এইচএম রাসেল হাওলাদার , চুন্নু মৃধা, শহিদুল ইসলাম মৃধা, মিলন ছৈয়াল । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকুল সরদার, সুজন ঢালি, আলী হায়দার, রুহুল আমিন মোল্লা, মিলন ছৈয়াল, শফিক খান, সুমন বেপারী, সাইফুল ইসলাম,নয়ন ভূঁইয়া, রিপন সরকার, মনোয়ার হোসেন মুন্না সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
শফিকুর রহমান কিরণ বলেন আগামী দিনে প্রবাসী এবং দেশের সকল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে যেতে হবে ও বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে স্বৈরাচারী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে ও আগামী জাজীয় সংসদ নির্বাচনে গাকে জয়যুক্ত করতে ইটালিস্থ শরীয়তপুর জেলার বিএনপির সকল নেতৃবৃন্দের ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.