মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম সভাপতি ও মাজহারুল ইসলাম প্রতীক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ২৮ সদস্যদের মধ্যে ২৭ জন তাদের ভোট দিয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে আমিনুল ইসলাম (দৈনিক অর্থদৃষ্টি) ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন (এশিয়ান টিভি) পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম প্রতীক (দৈনিক রুপবানী) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সিমান্ত (দৈনিক ) পেয়েছেন ১১ ভোট। সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন মূসা ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পেয়েছেন ৯ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূরে আলম জিকু (দৈনিক সবুজ নিশান) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন মিয়া (ABC world ) পেয়েছেন ৬ ভোট। প্রচার সম্পাদক পদে ফয়সাল ভূইয়া ( দৈনিক যায়যায়দিন) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী পদে শাকিল আহমেদ পান ১১ ভোট।
ভোটগ্রহণ শেষে ক্লাবের কার্যকারী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর দবির উদ্দিন সরকার এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে মেহেদী হাসান (মোহনা টিভি), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস (রাজধানী টিভি) , সহ- সাংগঠনিক পদে মোঃ জাহাঙ্গীর আলম (জনতার নিঃশ্বাস ) ,কোষাধ্যক্ষ পদে মাওলানা নেছার আহমেদ ( দৈনিক মুক্ত বলাকা), দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক নয়া দিগন্ত), আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ( দৈনিক মানব জমিন), কার্যকরী পরিষদ পদে হুমায়ুন কবির তালুকদার (মাইটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.