বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ জুয়াড়িসহ ১২জনকে আটক করে শনিবার ৭ডিসেম্বর দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে নামেন। তারা পৌর এলাকার মির্জাপুর গ্রামের একটি বাঁশ বাগানে জুয়া খেলার সময় ৮জন জুয়াড়িকে নগদ টাকা ও জুয়ার সামগ্রীসহ আটক করেন। আটককৃতরা হলেন, কামরুজ্জামান, মিজানুর রহমান, মানিক, সাজু মিয়া, আফজাল, স্বপন, সবুজ ও বাচ্চু। একই রাতে পাইলট হাইস্কুল এলাকা থেকে আলামিন ও তারিকুল নামে সন্দেহ ভাজন ২জনকে এবং ঢাকা মোড় থেকে সাইফুল ইসলাম ও তৌহিদুল নামে সন্দেহ ভাজন দুই চোরকে আটক করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.