মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে পৌর শহরের কলেজ গেটে ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন- ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয়। এসময় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্রদলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান নেতারা। মানববন্ধনে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান অংশগ্রহণকারীরা।
একই দিন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.