হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে জার্মানির প্রতিষ্ঠান মুসলিম হেলফেনের অর্থায়নে সোশ্যাল এইড বাংলাদেশ এর বাস্তবায়নে আরশী নগর বাংলাদেশ এর আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
১১ডিসেম্বর বেলা ১২ ঘটিকায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল এইড লালমনিরহাটের জেলা সমম্বয়কারী ও আরশী নগর বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বাদশা আলম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, কদমতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সোশ্যাল এইড ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার আলী রাহাত, সোশ্যাল এইড ঢাকার নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার মোহা: বাবুল আকতার।
শীতবস্ত্র পেয়ে কয়েকজন খুশিতে বলেন কদিন থেকে যে ঠান্ডা ব্যাহে কম্বল ও চাদর দিয়ে হামাক খুব উপকার করলেন।
এবিষয়ে জানতে চাইলে সোশ্যাল এইড ঢাকা অফিসে প্রোগ্রাম অফিসার আলী রাহাত বলেন, আমরা উত্তর অঞ্চলের লালমনিরহাট সদরে সাতশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি, যেহেতু এই এলাকায় পানিতে প্রচুর আয়রন তাই সুপেয় পানিসহ অন্যান বিষয়ের জন্য কাজ করতে চাই।
আরশী নগর বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বাদশা আলম বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি শীত পড়ে এই অঞ্চলে আমি চেষ্টা করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সাতশো পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদরের ব্যবস্থা করতে পেরেছি, আমি যাদের মাধ্যমে পেয়েছি তারাও জার্মান থেকে সংগ্রহ করেছে, আগামীতে এমন কাজ চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.