বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশ কর্মে, দেউলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় মজম বাজার স্বপধারা কিন্ডার গার্টেন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, সদস্য সচিব কাজী মোঃ আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহিদুল ইসলাম নাসিম কাজী, হুমায়ূন কবির সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়া বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি দানের চৌধুরী, সাধরন সম্পাদক তানজিল হাওলাদার পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতব্বর সহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির বেপারী, বর্তমান সদস্য সচিব মোঃ আল আমিন সিকদার, ছাত্রদল সভাপতি মাহফুজ খান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের দেউলা ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন।
এসময় স্থানীয়ভাবে দলীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের কথা মনোযোগ সহকারে শুনেন অতিথিরা। পরে বিএপিকে সংসুগঠিত রাখতে ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুঠোফেনে গুরম্নত্বপূর্ণ বক্তব্য রাখেন ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেউলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাবেদ ইকবাল সোহেল ও সঞ্চলনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান। উলেস্নখ্য, উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করার ধারা অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.