মোঃআসাদুর জামান সনেট,কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিবদকঃ ১৬ ডিসম্বর মহান বিজয় দিবস উদযাপন লক্ষ এক প্রতিমুলক সভা করছ কালীগঞ্জ উপজলা বিএনপি।
মঙ্গলবার দুপুর সরকারী নলডাঙ্গা ভষনইস্কুল মাঠ সংলগ জলা পরিষদ অডিটরিয়াম ওই সভাত প্রধান অতিথি ছিলন, জাতীয়তাবাদী স্বছাসবক দলর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচন ঝিনাইদহ-৪ আসনর ধানর শীষর প্রার্থী সাইফুল ইসলাম ফিরাজ। সভাত এবছর উপজলা বিএনপির আয়াজন জাকজকমপূর্ণ ভাব বিজয় দিবস পালনর সিদ্ধা হয়। ওইদিন সকল নতাকর্মীদর উপস্থিতিতে ভূষণ স্কুল মাঠ থক শহর বর্ণাঢ্য শাভাযাত্রা ও সমাবশ সহ বিভিন কর্মসূচী পালন করা হব।
উপজলা বিএনপি'র সিনিয়র যুগ আহবায়ক ডাঃ নুরুল ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠিত সভাত উপজলার সকল ইউনিয়ন থক আগত সহশ্রাধিক নতাকর্মীদর উদ্দশ্য প্রধান অতিথি ফিরাজ বলন, আপনারা নতত্বর প্রতিযাগীতায় নামবন না। সকল নতাকর্মীক দলীয় নির্দশনা মন চলত হব। পাশাপাশি স্ব স্ব এলাকায় বিএনপির কর্মকান্ডক গতিশীল করত সকলক এক হয় মাঠ কাজ করত হব।সবাই উপস্থিত ছিলন উপজলা বিএনপি'র যুগ আহবায়ক সহিদুল ইসলাম সাইদুল, পর বিএনপি'র যুগ আহবায়ক নজরুল ইসলাম তাতা, জবদ আলী, অহদ লর, আনায়ার হাসন, সছাসবক দলর মাহাম্মদ আলী জিনাহ ও সাবক ছাত্রনতা লুৎফর রহমান লটু সহ সহযাগী ও অঙ্গ সংগঠনর নতবদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.