লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির
প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষক মোঃ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে নিকলী উপজেলার জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি দীর্ঘদিন জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। আমি গত প্রায় ১০ বছর এই স্কুলে চাকুরী করা কালীন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলনা।হঠাৎ একটি চক্র ও আমার স্কুলের স্হানীয় দুইজন সহকারী শিক্ষক ও শিক্ষিকা (স্বামী-স্ত্রী) ও নিকলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চক আকতে থাকেন। সেই সাথে সঙ্গে নিয়েছেন স্থানীয় ৪/৫ অভিভাবক। তারাই মুলত আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এসব মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি ও মিডিয়াকে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার মানহানি করছে। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্তেরও দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.