অজিত কুমার দাশ,ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ছাতকে সাসটেইনেবল রিইন্টিমেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরামের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ব্রাকের অস্থায়ী অফিসের হলরুমে ব্রাক মাইগ্রেশন ছাতক উপজেলা কমিটি বন্ধু ফোরাম প্রত্যাশা ২ এর মাসিক মিটিংয়ের আয়োজন করা হয়।
উক্ত মিটিংয়ে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, ছাতক উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম ও ছাতক উপজেলার ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রামের সাধারণ সম্পাদক আহসান মেম্বার এর পরিচালনায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বন্ধু ফোরামের উপজেলা কমিটির সভাপতি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি চরমহল্লা ৮নং ওয়ার্ডের ইউপি-সদস্য অজিত কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাক মাইগ্রেশন বন্ধু ফোরামেরঅন্যতম সদস্য মাস্টার আজিজুর রহমান, সাংবাদিক ফজল উদ্দিন,ইউপি সদস্যা পুর্নিমা রানী দে,হাবিবা বেগম,জুয়েল আহমদ,সাহেদুজ্জামান,সীমা রানী দাস,লোকমান আহমদ,রাজ উদ্দিন,বিল্লাল হোসেন, আবু সুফিহান,শাহিনুর আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম বলেন,ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্র্যাক। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম,
ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম বন্ধু ফোরামের উপজেলা কমিটির সভাপতি অজিত কুমার দাশ বলেন প্রবাসীদের শ্রমে-ঘামে এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনীতি। নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশ-ফেরত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্প থেকে দেশের অন্য সব জেলার মতোই ছাতক উপজেলায় বিদেশ-ফেরত মানুষ পাচ্ছেন মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তা।
ছাতক উপজেলা বন্ধু ফোরাম এর উদ্যোগে আগামী ১৮ই ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে এবং আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ব্র্যাক কতৃক পপ গানের মাধ্যমে উপজেলার বিভিন্ন জায়গায় মানুষদের সচেতনতা তৈরীতে ব্র্যাক কাজ করে যাবে বলে এই প্রত্যাশা ব্যাক্ত করে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.