বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা ২০২৪ এর উপজেলা পর্যায়ে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন
আজকে উপজেলা পর্যায়ে মোট আটটি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে বিজয়ী ট্রফি অর্জন করেন ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
রানার্স আপ দল হিসাবে বিজয়ী ট্রফি অর্জন করেন রতনপুর সরকারি বালিকা দল।
বালিকা দলের মধ্যে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন জাকিয়া।
বালকদের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসাবে বিজয়ী ট্রফি অর্জন করেন ধান জুড়ি সরকারি প্রাথমিক বালক দল।
রানার্স আপ দল হিসাবে বিজয়ী ট্রফি অর্জন করেন গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।
বালকদের মধ্যে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন, জলিও ধান ঝুড়ি সরকার প্রাথমিক বিদ্যালয় বালক দল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন বলেন,আজকে বিরামপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন,খেলাধুলার কোন বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনার্দন শর্মা, উপজেলা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও দর্শক বৃন্দ।
প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা ২০২৪ এর ফুটবল খেলার এফারির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার, মুক্তি মাহমুদ ও মাসুম। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন কেটরা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির হক রিপন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.