বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল স্তরে নৈতিকতা সম্পন্ন প্রতিনিধি দিতে চায় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল।
শুক্রবার (১৪ই ডিসেম্বর) ভোলার বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। মাওলানা আবুল কালামের সঞ্চালনায় ও অধ্যাপক মাকসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বিকাল তিন টায় শুরু হয়ে রাত সাড়ে সাতটায় এ সম্মেলন শেষ হয়।
এসময় তিনি আরো বলেন, গত ১৭ বছর জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। জামায়াতে ইসলামী বন্যা আক্রান্ত, ঘূর্ণিঝড়ে আক্রান্ত , শীতার্ত মানুষের পাশে ও হিন্দুদের সহযোগিতা সহ সকল সেবামুলক কাজে সবার আগে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন।
বিশেষ অতিথির বক্তব্য মাওঃ এ.কে.এম ফখরুদ্দিন খান রাজী বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রত্যেকটি গ্রাম, মহল্লায় প্রত্যেকটি পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব করার জন্য শ্রমিক, কৃষিজীবী, ইমাম, সহ সকল ইউনিট গঠন করতে হবে।
আগামীতে ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সকল স্তরে জামায়েতের প্রতিনিধিত্ব করার জন্য আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা নায়েবে আমীর, মাওঃ শফিউল্লাহ, সভাপতির বক্তব্যে উপজেলা জামায়েতের আমীর বলেন, আগামীতে ইউনিয়ন নির্বাচনে মানুষের ভালোবাসা অর্জনের ভিত্তিতে জামায়েতের ইসলামীর প্রতিনিধি নির্বাচন করতে হবে। এসময় বিগত সরকার বুলডোজার দিয়ে সাতক্ষিরায় জামায়াত নেতাদের বাড়ী গুড়িয়ে দেয়ার সমালোচনা করেন। সম্প্রতি এতিমদের সম্পদ দুম্বার গোশত নিয়ে রাজনীতিক নেতাদের কাড়াকাড়ির সমালোচনা করেন। এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। তাই তারা এতিমদের সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে না।
এসময় তিনি পৌরসভা আমীর হিসাবে মাওঃ আমান উল্যাহ, টবগী ইউনিয়নের আমীর মাওঃ আঃ হালিম, কাচিয়ায় আলী আজগর, পক্ষিয়ায় মাওঃ হারুনুর রশিদ, দেউলায় মোস্তাফিজুর রহমান, সাচড়ায় মিজানুর রহমান, হাসান নগরে মাওঃ তৈয়ব হোসাইন, কুতুবায় নুরুল কারীম, বড় মানিকায় আবুল কাশেম ও গঙ্গাপুরে মাওঃ জামাল উদ্দিন সহ মোট নয়টি ইউনিয়নের আমীরদের শফথ পাঠ করান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.