মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য; তখন রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ট সন্তানদের। নানা কর্মসূচির মধ্যদিয়ে সেই দিনটি পালন করছে সাতক্ষীরাবাসী।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্রপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী তাৎপর্য বিষয় আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি, জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি আবু বক্কার সিদ্দিক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.