আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা পালিত হয়েছে।
গত শনিবার( ১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট সময় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ও উপজেলা বিএনপি।এরপর ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমকেএম রায়হানুর রহমান ও সঞ্চালনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা অধির কুমার গুহ।
বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা জামায়াত আমির মাওলানা কামাল আহমেদ,বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন,যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.Notifications