মোঃ আঃ রহমান হেলাল,স্টাফ রিপোর্টারঃ ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয়। আজ সকাল এগারোটায় আদর্শ একাডেমী প্রাঙ্গণে মহান শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আলোচনা এবং মহান শহীদদের রুহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত ও রাসুলের প্রতি দরুদ পেশ করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে ভোলা আইডিয়াল মাদ্রাসা ও আদর্শ একাডেমির প্রাঙ্গন থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদর্শ একাডেমীর প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । এ সময় রেলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখর আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, ভোলা পরও আমির জামাল উদ্দিন, উপজেলা আমিন মাওলানা কামাল হোসাইন, জেলা কর্ম পরিশোধ সদস্য মাস্টার আমির হোসাইন, অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ , অর্থ সম্পাদক বেলায়েত হোসেনসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদেশে জাতীয় পার্টির (বিজেপি)ভোলা জেলা শাখার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয়।
সকাল ১১টায় জেলা বিজেপি'র আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে জাতীয় পতাকাসহ রেলিটি শহরের ভাষানীমঞ্চ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
রেলিটির নেতৃত্ব দেন জাতীয় পার্টির ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ।
এ সময রেলিটিতে বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপির) অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.