বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার( ১৬ ডিসেম্বর )সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধধনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন , বিরামপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন , থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনজুরুল ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বিপুল কুমার কৃষ্ণ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাখি, থানার তদন্ত (ওসি) মমিনুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ অত্র উপজেলার সকল শিক্ষকবৃন্দ সকল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে অগণিত শহিদের রক্তে রাঙানো রাতের আধার ভেদ করে বাংলার দামাল সন্তানেরা কেড়ে এনেছিল এক ফুটন্ত সকাল সেই সকল বীর শহিদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.