মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতদিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা জামাতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালসহ অন্যান্যরা।
দিবসটি উপলক্ষে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শহরে পৃথক পৃথক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে। সোমবার সকালে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে নিউমার্কেট এলাকা থেকে শহরে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। পৌর বিএনপির আহবায়ক শের আলীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামনগরে একটি বিজয় র্যালি বের করা হয়।
পরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তি যোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নামা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.