মাসুম বিল্লাহ,বগুড়াঃ বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে ছুম্মা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভগাছা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজম খন্দকারের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাতির কান্নার শব্দ পেয়ে ছুম্মার মা তাছলিমা এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুঁলছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে সেখান থেকে লাশটি নামায়।
পরিবারের লোকজন জানায়, ছুম্মা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। প্রতিদিনের মতো আজ সকালে তার স্বামী সোহেল শেরপুরে চলে গেলে তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তিনি বাপের বাড়িতেই থাকতেন। তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.