মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল অরোহী দুইজন ঘটনা স্থলে নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহতরা হলো, সাতক্ষীরা সহরের মুনজিতপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জয় (২০), সদর উপজেলার মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে শিহাবুজ্জামান শিহাব ।
পুলিশ জানায়, দুই বন্ধু জয় ও শিহাব একটি মটরসাইকেলে মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পতিমধ্যে বেলা ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় জয় ও শিহাব। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.