নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের করের গ্রাম হাই স্কুল সংলগ্ন- আলতাব হোসেন বাড়ি পর্যন্ত ১৮০০ ফিট সংযোগ কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে ঘুরেছেন স্থানীয়রা। সবাই রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। গত রবিবার থেকে নিজ উদ্যোগ রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে উপজেলার খাজুরা ইউনিয়নের করেরগ্রাম এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা নিজ অর্থায়নে কাজ শুরু করেছেন।
স্থানীয়রা জানান, খাজুরা ইউনিয়নের করেরগ্রাম হাই স্কুল সংলগ্ন-আলতাব হোসেন বাড়ি পর্যন্ত ১৮০০ ফিট সংযোগ কাঁচা রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে।কাঁচা রাস্তাটি বৃষ্টি বর্ষণ হয়ে ভেঙ্গে যাতায়াত বন্ধ হয়।
এলাকাবাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কার করার জন্য যান। মেম্বার চেয়াারম্যান ও সরকারি দপ্তর দিয়েছে প্রতিশ্রুতি। কিন্তু কেউ রাস্তা সংস্কার করে দেয়নি বলে অভিযোগ করেন স্থানীয় জনসাধারন।
স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন জানান, আমরা এমপি, চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কাছে ঘুরেছি, বিভিন্ন সময় পেয়েছি প্রতিশ্রুতি কিন্তু কেউ এ রাস্তা সংস্কার করে দেয়নি। পরে আমাদের নিজেদের অর্থায়নে কাজ শুরু করেছি।ওই রাস্তা দিয়ে যাতায়াত খুব কষ্ট হতো প্রতিবছর অতিরিক্ত বৃষ্টি ,বর্ষণ রাস্তাটি ভেঙ্গে ঠিক থাকে না অল্পতে আধহাটু কাঁদা জমে যায়। এই রাস্তার দুই পাশে নর্দমা ড্রেন না থাকায় আরো বেশি ভেঙ্গে যায় , এই সমস্যা থাকার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকার সপ্তম শ্রেণী শিক্ষার্থী শিহাব বলেন ,এই রাস্তাটির কারনে এত দিন বাড়ি থেকে গ্রামের অন্য পথ দিয়ে স্কুলে যেতে হতো। অন্য পথ দিয়ে স্কুলে যাওয়া-আসা করতেই আমাদের স্কুলের সময় দেরি হতো। এই রাস্তাটি হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে স্কুলে যাওয়া এবং একটা লোক মারা গেলেও অনেক ঘুরে কবরস্থানে লাশ নিয়ে যেতে হতো কিন্তু এখন এই রাস্তা হওয়ায় সকল যানবাহন চলাচল করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.