মোঃ সিফাত হোসেন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে 'দুমকি প্রেসক্লাবের' আয়োজনে বরিশাল আধুনিক হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত ক্যাম্পে রোগী দেখেন,ডা. বাশার মাহমুদ এমবিবিএস, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এসময় উপস্থিত ছিলেন, দুমকি প্রেসক্লাবের উপদেষ্টা এইচএম আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক কাজী দুলাল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহিদ সরদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য মোঃ আবদুল কুদ্দুস, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ হাফিজুর রহমান মুরাদ প্রমুখ।
চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.