মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে ৪ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ২য় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১শে ডিসেম্বর) বাদ জোহর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় অনুষ্ঠিত ২য় দিনের মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ইসলামিক আইকন হযরত মাওলানা ড. ফয়জুল হক।
সমাজসেবক মোঃ আব্দুল লতিফের প্রধান পৃষ্ঠপোষকতায় এদিন বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন- হযরত মাওলানা আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন সাঈদী। বক্তারা আগত শ্রোতাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফের সূরা ইবরাহিমের ৪২-৪৬নং আয়াত এবং সূরা হুফের ৮ ও ৯নং আয়াতের উপর তাফসীর পেশ করেন।
আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মোঃ আইনুল হক চৌধুরী।
আয়োজক কমিটি জানায়, ৪ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলটি আগামী ২৩শে ডিসেম্বর শেষ হবে। চারদিনই দেশবরেণ্য জনপ্রিয় আলেমগণকে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করার আমন্ত্রণ জানানো হয়েছে। জনপ্রিয় মুফাসসিরদের বয়ান শুনতে মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকে ভিড় জমাচ্ছেন ডোমার সহ আশেপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.