মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে ইব্রাহিম মার্কেট থেকে সুলতান মার্কেট আঞ্চলিক সড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ মডেল মাদরাসা সংলগ্ন এলাকায় মোমেনা এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রাজ (১৩) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাশিমপুরের সারদাগঞ্জ সাইফুল হুজুরের ভাড়াটিয়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.