মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ, সীমান্ত এলাকা, আশ্রয়ণ প্রকল্প ও আন্তর্জাতিক চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সোমবার (২৩শে ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় গিয়ে পরিদর্শন করেন তিনি। শেষে রেলওয়ে রেস্ট হাউজের সামনে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.