রাকিব হোসেন,ঢাকাঃ বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির ৫০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের কয়েকটি খাতে খরচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ এর সভাপতি লিপিকা দাশ গুপ্তা, সাধারন সম্পাদক মোঃ আবু নাছের মজুমদার, প্রাক্তন সভাপতি সাধনা দাশ গুপ্তা, সমবায় অধিদপ্তর উপ-নিবন্ধক (অর্থ) শেখ ফজলুলকরিম, সহকারী নিবন্ধক (আইন) এইচ, এম- সহিদ- উজ- জামাল, সহকারী নিবন্ধক (ক্রেডিট) আফরোজা আক্তার, অফিস সহকারী সৈয়দ সেলিম পারভেজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।
সভায় সভাপতির বক্তব্যে লিপিকা দাশ গুপ্তা বলেন, সবসময় এই সমিতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাজ করতে গিয়ে ভুল হলে, ক্ষমার দৃষ্টিতে দেখে আগামী দিনগুলো ভালো করায়, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.