মাসুম বিল্লাহ,বগুড়াঃ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা প্রতিরোধে থ্রি হুইলার যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোঃ শহীদ উল্ল্যাহর নির্দেশে বুধবার (২৫ই ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর (নি:) মোঃ আজিজুল ইসলাম মহাসড়কে থ্রি হুইলার ব্যবহারে এর মালিক ও চালকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ইন্সপেক্টর (নি:) মোঃ আজিজুল ইসলাম বলেন, আপনারা সকলেই জানেন, মহাসড়কে থ্রি হুইলার সিএনজি, নসিমন, করিমন, ভডভডি, ইজি বাইক, মোটর চালিত রিকশা বা ভ্যান চলাচল আইনত অপরাধ। এসব যান মহাসড়কে চলার কারণে মহাসড়কের শৃঙ্খলা বিঘ্নিত হয় ও দুর্ঘটনা ঘটে। আপনারা চলাচলের জন্য মহাসড়কের সার্ভিস লেন ব্যবহার করতে পারেন। পুলিশ সুপার স্যারের নির্দেশে আপনাদের সাথে আজ আমরা এই সভা করছি। এর আগেও মহাসড়কে থ্রি হুইলার ব্যবহার বিষয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। আমরা আশা করছি, আপনারা মহাসড়ক ব্যবহারে সচেতন হবেন।
তিনি আরো বলেন, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা ও আইন মেনে চলার জন্য আমরা সকল প্রকার থ্রি হুইলার যানবাহন মহাসড়ক পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেউ যদি আইন অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার চালায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় শেরপুর হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যরা ছাড়াও থ্রি হুইলারের শতাধিক মালিক ও চালক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.