বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুরে ডিএসবি পুলিশ পরিচয়ে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। আজ শুক্রবার স্থানীয় বিরামপুর থানা সূত্রে জানা যায়,(২৬ ডিসেম্বর) দুপুর ১-৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিন শাহবাজপুরের মনছুরের ছেলে বকুল মিয়ার বাড়িতে দিনাজপুর জেলার পাচকোড় গ্রামের আমির উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) উপস্থিত হয়ে বলে যে আপনার ছেলের পুলিশের চাকুরি হয়েছে আমি ডিএসবি পুলিশ রুপে তদন্ত করার জন্য এসেছি। এমন তা অবস্থায় বকুল মিয়ার পিতা মনসুরের নিকট অর্থের দাবি করেন।
একপর্যায়ে মনসুর আলী অর্থ দিতে অস্বীকার করেন। পক্ষান্তরে একই দিনে সময় ২টা ৩০ ঘটিকার সময় ওমর ফারুক মনসুরের নিকট হইতে চুরির উদ্দেশ্যে ৫০০০ টাকা গ্রহণ করেন।
এ সময় হঠাৎ করে ঘটনাস্থলে বাদী উপস্থিত হয়ে তার পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় না দিয়ে হুমকি ধামকি প্রদান করতে থাকেন। এমন সময় মানুষজন জমা হতে থাকলে ওমর ফারুক হঠাৎ করে দৌড় দিয়ে পালাইয়া যায়। এলাকার উৎসব জনতা তাকে ধরে ফেলে ৯৯৯ নাইনে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরকারি কর্মচরী ছদ্মবেশ ধারন করে অর্থ দাবির অপরাধে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বিরামপুর থানায় থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। যার মামলা নং ১৫ তারিখ ২৬/১২/২০২৪।