মোঃ আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শহরের মোটর মালিক সমিতির সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালীর ও কেককাটার মাধ্যমে দিনটি পালন করা হয়।
আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, জিটিভির ওলিয়ার রহমান, মোহনা টিভির সোহেল আহমেদ, কালীগঞ্জ উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক তপন বিশ্বাস, চিত্রা নিউজের সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী সাজু, সাংবাদিক নয়ন খন্দকার, আহসান কবির, শাহরিয়ার আলম সোহাগ, হুমায়ুন কবির সোহাগ, মিশন আলী, ওসমান গনি জুয়েল, এমএ লিতু প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও সঞ্চালনা করেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন।
বক্তারা বৈশাখী টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ইতিবাচক দিক তুলে ধরে এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এরপর অতিথিবৃন্দ সম্মিলিতভাবে বর্ষপূতির কেক কাটেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.