বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গত ১৫ বছরে কোন লিডারশীপ তৈরী হয়নি। তদবির আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। যেন তদবির ছাড়া কোন কাজ হয়না। তিনি বলেন শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে।
জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক প্লাটফ্রম না, আগামীতেও হবে না।
আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডাশীপ তৈরির কাজ করবে।একই সময় সারজিস বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। পঞ্চগড় রাইজিং শিরোনামে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা'য় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা ট্রামেই বা সরকার যথেষ্ট। কিন্তু বীগত ৩ থেকে ৪টি ট্রামে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামো গুলোতে দেয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেও যখন একটা লুট—পাটের সম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ সার্থে দেশের জন্য সমস্যা। তিনি বলেন শেখ হাসিনা আমাদের মগজে তদবির ঢুকিয়ে গেছে। আমার অনুষ্ঠানে আসতে দেরী হয় । কারণ অসংখ্য মানুষ তদবির নিয়ে আসে। তাদের কথা শুনতে দেরী হয়। কিন্তু তাদের কথা রাখতে পারিনা। এজন্য অনেকে মন খারাপ করে।
জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা'র মূল উদ্দেশ্য নিয়ে সারজিস আরো বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক প্লাটফ্রম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডাশীপ তৈরির কাজ করবে।
গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডাশীপ ধ্বংস করেছে। আর এতে বীগত ১৬ বছরে বাংলাদেশে কোন লিডার তৈরি হয় নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল। কিংবা আমাদের মত কিছু নিরব দর্শক। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। আমি মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্টানগুলো করেছে সেগুলোকে যদি ডেভলাপ করতে চাই, তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে লিডারশীপ তৈরি করা প্রয়োজন।
এই লিডারশীপ শুধু রাজনৈতিক লিডারশীপ হবে সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্লাটফ্রমটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হবে কাজ করবে। যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। এসময় স্থানীয় বৈষম্যবিরোধী জেলা নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.