ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচন কমিশন ও চেয়ারম্যান এবং চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো: সাইফুল ইসলাম বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। ইতিমধ্যেই প্রার্থীগণ জোরেসরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টারে ছেয়ে গেছে ঠাকুরগাঁও চিনিকল ও আশ পাশের এলাকা। এতে ৮ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে মো: আব্দুল কুদ্দুস (ছাতা), মি. উজ্জল হোসেন (চেয়ার) ও মি. সাইফুল আলম সরকার (আনারস) প্রতীকে প্রতিদ্বতিতা করছেন। অপরদিকে সহ-সভাপতি পদে মি. আব্দুল করিম (প্রজাপতি), মি. লুৎফুল কবির (দেওয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে মি. আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন (ফুটবল), মি. নরুজ্জামান (সাইকেল), মি. হযরত আলী (দোয়াতকলম), সহ-সাধারণ সম্পাদক পদে মি. আব্দুর রহমান (মোরগ), মি. আব্দুল বারেক (কাপপিরিচ), মি. রুহুল আমিন-১ (হরিন), অর্থ সম্পাদক পদে মি. আব্দুল খালেক (হাতি), মি. জাকিউল আলম (টিউবওয়েল), সাংগঠনিক সম্পাদক পদে মি. আনসারুল ইসলাম (গাভি), মি. গোলাম হোসেন (গোলাপফুল), মি. হাসান আলী-২ (টেলিভিশন), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মি. মকবুল হোসেন (সিলিংফ্যান), মি. মিজানুর রহমান (চশমা), মি. শাহজাহান আলী (বালতি) প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোট ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন মি. আব্দুল্লাহ (লাটিম), মি. এনামুল হক (ডাব), মি. জুলহাস (হাতুড়ি), মি. ফারুক উল আলম (জগ), মি. মাসুদ হোসেন (ঘুড়ি), মি. মসলিম উদ্দীন-২ (কবুতর), মি. রফিকুল ইসলাম (উড়োজাহাজ) ও মি. রুহুল আমিন (খেজুড়গাছ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। উল্লেখ্য যে, আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ৭২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.