মো: মিজানুর রহমান,পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ মহাসড়ক ব্যবহার ও দুর্ঘটনা প্রতিরোধে পবা হাইওয়ে থানার আয়োজনে পুঠিয়া ত্রিমোহনী বাজারে গণসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী পুঠিয়া অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, পথসভায় মহাসড়কে দুর্ঘটনা, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও থ্রি হুইলার মালিক ও চালকরা মহাসড়ক এড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহনে উঠবেন না বলে একতত্বা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.