সোহরাওয়ার্দী খোকন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান' এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় ভূল্লী থানার সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ব্যনার, ফেস্টুন সম্বলিত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সকল সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। র্যালীটি ভূল্লী থানা থেকে ভূল্লী চৌরাস্তা চত্বর পর্যন্ত এবং ভূল্লী থানা এসে শেষ হয়। পরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকারের সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন,আরোও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা আফাজ উদ্দিন ভূর্ইয়া, সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম লাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের বাবু মোহনি রায়, ভূল্লী থানা জামায়েত ইসলামি সভাপতি আব্দুর রহমান, ৪ নং বড়গাঁও ইউনিয়নের বিএনপি সভাপতি ডা: আহমদ আলী, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, ৫ নং বালিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, দেবিপুর ইউনিয়নের বিএনপির সভাপতি, জয়নাল আবেদীন, শুখানপুখরী ইউনিয়নের নুরনবি, প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, ভূল্লী থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে বন্দী করে রেখেছিল । তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। তারা সাম্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিলো। এখন নতুন বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন ভাবে মুক্ত জীবনযাপন করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনিই সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.