মোঃ আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।
এসময় তিনি নেতাকর্মীদের উর্দ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা নির্দ্দেশনা দিয়েছেন। তার নির্দ্দেশনার জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষে বিএনপির তৃনমুলের কর্মীরা মাঠে ময়দানে কাজ করছেন। তারেক রহমানের আরো নির্দ্দেশনা আছে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী, চাদাবাজি করলে রেহায় দেওয়া হবে না।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে অত্যাচার নির্যাতনের ভয়াবহতা আমরা ভুলে যায় নি। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে অতীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম, এখনো আছি ভবিষ্যতেও থাকবো। ঝিনাইদহ-৪ আসনে কারা বিএনপি করে আমি জানি। এখন কেউ জরুরী বা অতি বিএনপি সাজার চেষ্টা করবেন না। আর যারা দলের মধ্যে ঢুকে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকেও সতর্ক করে দিতে চাই। এসব করে কোন লাভ হবে না। অত্র ইউনিয়ন বিএনপির নেতা সরোয়ার হোসেন মোল্লা এবং শুকুর আলীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে গনতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে দেশ চালাবে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনের সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা ইন্জিনিয়ার তৌহিদুর রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, নাজমুল হাসান তিতাস, আব্দুল মান্নান মনা, যুবনেতা আবু তাহের হিরু সহ জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.