মো: মিজানুর রহমান,রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ
(২৮ ডিসেম্বর) রোজ শনিবার বিকেল (৪-টায়) পুঠিয়া অমৃতপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় একটি পথসভা,সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।
রুকুনুজ্জামান বলেন,বিএনপি একটি বৃহৎ রাজনীতির দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে সবাইকে নিয়ে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,তিনি আরো বলেন আমি দলের কাছে নমিনেশন চাইবো যদি দল আমাকে নমিনেশন দেয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার আদর্শে ও তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে নিয়ে পুঠিয়া দুর্গাপুরের উন্নয়ন করব,আরো বলেন যদি আমাকে নমিনেশন না দেয় যাকে দিবে তার হাত ধরে বিএনপি কে শক্তিশালী ও পুঠিয়া দুর্গাপুরে উন্নয়নের শরিক হবো ও ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার ক্ষেত্রে একযোগে কাজ করব।
উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের পাঁচবারের ইউপি সদস্য ছোট আলম, শিলমাড়িয়া ইউ পি বিএনপির আহবায়ক হাফিজুর রহমান,সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মুসাব আলী,উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম , সাবেক সহ-সভাপতি ছাত্রদল নেতা মতিউর রহমান (আলী) ছাত্রদলের পুঠিয়া থানার যুগ্ন আহবায়ক সজীব আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক রইচ আহমেদ,সাবেক ছাত্রনেতা,ও প্রচার সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.