সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ৪র্থ ম্যাচে পঞ্চগড়ের বোদার বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লালমনিরহাট।
রবিবার (২৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খাদিমুজ্জামান রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।
৪র্থ ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি ও লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। এতে সুমাইয়া আক্তার কণার জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জয়লাভ করে লালমনিরহাট জেলা।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন স্মৃতি রাণী নাথ। এছাড়া সহযোগী রেফারি হিসেবে ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার দায়িত্বপালন করেন।
আয়োজক কমিটি জানায়, আগামী মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে পদার্পণের লক্ষ্যে প্রথম সেমিফাইনালে একই ভেন্যুতে পরস্পরের মুখোমুখি হয়ে মাঠে নামবে রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.