শেখ মারুফ হোসেন,কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে ২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকায় সেকেন্দারনগর চৌমোহনীতে ধলবাড়িয়া জামায়াতে ইসলামী'র অফিস উদ্বোধন হয়েছে।অনুষ্ঠানে ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। কালিগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ সভাপতি গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য ড. মিজানুর রহমান। বক্তারা বলেন, বৈষম্যহীন একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যেতে চাই, সকল ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য কর্ম সংস্থান নিশ্চিত করতে চাই।অনুষ্ঠান শেষে কালিগঞ্জ মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.