ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০ পিস ইয়াবাসহ নগদ পাঁচ বছর টাকা।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় পৌরশহরের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার তিনজন হলেন, পৌরশহরের ২নং ওয়ার্ডের সুজন (২৬), পারভেজ (২৭) এবং রানা মিয়া (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি জানান, গোপন সংবাদের মাধ্যমে পৌরশহরের ইসলামপুর রানার ফার্নিচারের সামনে ওই তিনজন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এসময় সুজনের কাছে ২০ পিস ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা, পারভেজের কাছে ১৫ পিস এবং রানার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তারা প্রত্যেকেই মাদক কারবারের সাথে সক্রিয় ভাবে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে আসামি করে ইজাহার দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.