এম আমিরুল ইসলাম,দুপচাঁচিয়াঃ মাদক ও অপসংস্কৃতিকে না বলি, ক্রিড়া ও খেলাধুলা কে হ্যাঁ বলি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুইপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এএম রেইমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ /২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জান্নাত আরা তিথি উপজেলা নির্বাহী অফিসার, দুপচাঁচিয়া। ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদুল ইসলাম অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া। জনাব সাখাওয়াত হোসেন মল্লিক চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন।
বরেন্যে অতিথি জনাব এ কে এম মনিরুল ইসলাম স্বপন সভাপতি দুপচাঁচিয়া থানা বিএনপি।
উদ্বোধক জনাব মোঃ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র, দুপচাঁচিয়া পৌরসভা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, শামিম সরদার সভাপতি উপজেলা ছাত্রদল দুপচাঁচিয়া।
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেন দুপচাঁচিয়া বনাম কাহালু।
খেলায় ২-০ সেটে কাহালুকে পরাজিত করে বিজয়ী লাভ করেছে টিম দুপচাঁচিয়া।
উক্ত ম্যাচে বেস্ট প্লেয়ার হয়েছেন শাহ-সুলতান।
খেলাটি পরিচালিত হচ্ছে এম এ রেমেন্টস এর স্বত্বাধিকারী জনাব আশরাফুল আলম রনি সহ স্পনসরকৃত প্রতিষ্ঠানগুলো হলো দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার, ডাঃ মোহাম্মদ মিল্টন সরদার, হেলথ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হসপিটাল, মোমিন টেইলার্স এন্ড তন্ময় ক্লথ স্টোর, বিথী আয়রন হাউস সুরুজ আলী সুপার মার্কেট, খন্দকার টেইলার্স, মের্সাস সাগর এন্টারপ্রাইজ, রেইনবো নেটওয়ার্ক দুপচাঁচিয়া,মের্সাস বাবুল স্টিল ফার্নিচার, উদয়ন একাডেমি কোচিং অ্যান্ড এক্সাম পয়েন্ট, এসবি প্রেস এন্ড মেটালিক, বর্ষা ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম, হালিমা ইন্টারন্যাশনাল, এম এস আইরিন ইলেকট্রনিক্স, পোষাক বাড়ি, ভাই ভাই ফার্নিচার, আল আকসা হজ্জ্ব ও ওমরা বুকিং চলছে এবং নিউ কাম সহ প্রায় ২০ টির মতো প্রতিষ্ঠান অংশগ্রহন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.