আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ নানা উৎসব আয়োজনে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদ গ্রুপ পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।
বেলা ১১ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সরকারী ভ’ষনস্কুল মাঠে সমবেত নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ। এরপর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহরে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করে শহরের ১০ তলা ভবনের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ছাত্রদলের উপজেলা শাখার আহব্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন খেকন. পৌর ছাত্রদলের আহব্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রক্তদান কর্মসূচী, মিলাদ মাহফিল ও ক্রীকেট খেলার আয়োজন করে তারা।
অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ গ্রæপের প্ক্ষ থেকে সকাল ৯ টায় ফয়লা রোডস্থ্য দলীয় কার্ষালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১ টায় রক্তদান কর্মসূচী পালন করে। বিকাল তিনটায় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদের উপস্থিতিতে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে শহরে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ছাত্রদল, যুবদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.