সোহরাওয়ার্দী,ঠাকুরগাঁওঃ বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঐতিহ্যবাহী ১২ নং সালন্দর ইউনিয়নের, সালন্দর চাষি ক্লাবের উদ্যোগে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে খেলা দেখতে লাখো মানুষের ঢল নামে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে দ্বিতীয়বারের মতো এ খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে চাষি ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন - জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
তীব্র শীত উপেক্ষা করে খেলায় মানুষের ঢল নামে। এ খেলা দেখে উচ্ছ্বাসিত সব বয়সের মানুষ। প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা।
খেলা দেখার জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে চাচার বাড়িতে এসেছেন শালসাবিল জাহান প্রাপ্তি। তিনি আলোর কন্ঠকে বলেন, জীবনে কোনো দিন সরাসরি ঘোড়দৌড় খেলা দেখিনি। এর আগে টিভি ও ইউটিউবে দেখেছি। আজকে সরাসরি খেলা দেখে খুব ভালো লেগেছে।
মো. তরিকুল ইসলাম নামে এক যুবক বলেন, ঘোড়দৌড় খেলা দেখে খুবই ভালো লাগলো। যুবসমাজ ও নতুন প্রজন্মকে খারাপ কিছু থেকে রক্ষা করতে এমন উদ্যোগ খুবই জরুরি। তাই প্রতি বছর এ ধরনের খেলার আয়োজন করা উচিত।
যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে আগামীতে সবার সহযোগিতায় চাষি ক্লাবের উদ্যোগে গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা করার কথা জানান চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা ও সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরী।
খেলায় ২১টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে ২১ জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজি আশরাফুর প্রথম এবং কাফি বানিয়া দ্বিতীয় হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.